At the Alumni Association of BIAM Model School and College Bogura, we connect alumni, offer career support, and give back to our alma mater through various initiatives. Join us and stay engaged with your fellow alumni!
Connect with fellow alumni, share professional experiences, and expand your network.
Access career guidance, job opportunities, and professional development workshops to help you succeed.
Support current students through mentorship, scholarships, and fundraising efforts to ensure the continued success of BIAM Model School and College.
Participate in reunions, cultural events, and social gatherings to reconnect with old friends and celebrate alumni success.
The Alumni Association of BIAM Model School and College Bogura brings together former students, faculty, and staff to foster a strong network of support, collaboration, and giving back to our alma mater. We are committed to maintaining the bond formed during our school years and empowering future generations of students.
To build a global network of alumni who stay connected, engaged, and supportive, ensuring the legacy of BIAM Model School and College Bogura continues to thrive for generations to come.
To provide opportunities for alumni to reconnect, collaborate, and contribute towards the growth and success of BIAM Model School and College through mentorship, scholarships, and networking.
We believe in the strength of our alumni community. By coming together, we help current students gain the same transformative education we experienced. Whether through professional development, cultural exchange, or social support, our mission is to build a thriving and impactful alumni network.
Connecting alumni across generations
Supporting students through mentorship programs
Organizing reunions and social events
Offering career development and networking opportunities
Alumni Association President
প্রিয় অ্যালামনাই সদস্যবৃন্দ,
আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন কেবলমাত্র প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন নয়; এটি আমাদের স্মৃতি, বন্ধন ও ঐতিহ্যের এক অনন্য মঞ্চ। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের জীবনের ভিত্তি গড়ে দিয়েছে, আর এই অ্যাসোসিয়েশন সেই বন্ধনকে আরও দৃঢ় করার একটি প্ল্যাটফর্ম। একত্রিত হয়ে আমরা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে পারি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হতে পারি এবং সমাজের কল্যাণে অবদান রাখতে পারি। আমাদের লক্ষ্য শুধুমাত্র পুনর্মিলন নয়, বরং শিক্ষা, পেশা ও সামাজিক কল্যাণমূলক কাজে অবদান রাখা। আসুন, আমরা একসঙ্গে কাজ করে আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আরও সমৃদ্ধ করি এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম আরও উজ্জ্বল করে তুলি। আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা আমাদের পথচলাকে আরও অর্থবহ করে তুলবে।
সকলের মঙ্গল কামনায়,
রাকিব হাসান রক্তিম
সভাপতি
অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া।
আলহামদুলিল্লাহ,
আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে অনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন। যারা এই দীর্ঘ প্রচেষ্টায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহোযোগিতা করেছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় নিয়ে নতুন বিজয়ের উদ্দীপনার প্রারম্ভ থেকে শুরু হয় আমাদের কৈশোরের শত শত স্মৃতি নিয়ে বেড়ে ওঠা প্রিয় বিদ্যাপীঠ বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া এর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পথ চলা। পড়াশোনায় অতুলনীয় সাফল্যের পাশাপাশি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছড়িয়ে ছিটিয়ে আছে বিয়াম নামক ব্রান্ডের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীগণ। এমনকি দেশের সীমানা পেরিয়ে বিশ্বের অনেক সুনামধন্য বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত অথবা কর্মজীবনের সাথে সম্পৃক্ত আছেন আমাদের সাবেক ছাত্রবৃন্দ। আমাদের লক্ষ্য সকল প্রাক্তনদের স্মৃতির বাঁধনে একত্রিত করে আবার প্রাণপ্রিয় বিদ্যালয়ের সাথে সংযুক্তি স্থাপন করা।এই সংযুক্তির সেতুবন্ধন হিসেবে কাজ করে যাবে আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শুধু সংযুক্তি নয়, আমরা পরস্পরের সাহায্য-সহযোগিতার মাধ্যমে নিজেদের তথা সমাজের ও বৃহত্তর অর্থে দেশের কল্যাণের কাজে নিয়োজিত থাকতে পারি এটিই কামনা। আমি অ্যাসোসিয়েশনের সাফল্য সর্বদা কামনা করি।সকলের অংশগ্রহণের মাধ্যমে যেনো আমরা সফলতা অর্জন করতে পারি ও মহান রাব্বুল আলামিন-দয়াময় আল্লাহ যেন আমাদের নেক আশা কবুল ও মঞ্জুর করেন।
রেদওয়ানুল ইসলাম আকিব
সেক্রেটারি
অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটি গুরুত্বপূর্ণ সংগঠন। প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরির একটি প্লাটফর্ম হলো অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি শুধু উত্তরবঙ্গে নয় সারা বাংলাদেশের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক একটি ওয়েব সাইট চালু করা হবে জেনে আমি খুব আনন্দিত ও গর্বিত।
যে শিক্ষা প্রতিষ্ঠানের অ্যালামনাই অ্যাসোসিয়েশন যত শক্তিশালী সে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বন্ধন ততো দৃঢ় । প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা কোথায় অবস্থান করছে, কার কর্মস্থল কোথায়, দেশ-বিদেশে নিজেদের অবস্থান জানা এবং প্রয়োজনে কর্মক্ষেত্রে একে অপরকে সাহায্য করার মাধ্যম হতে পারে এই সংগঠন। সামাজিক সংগঠন হিসেবে প্রান্তিক অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর প্রতি সহযোগিতার হাত বাড়াতে পারে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এ সংগঠনের মাধ্যমে একজন শিক্ষার্থী ব্যক্তি, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে সকল সদস্য কঠোর পরিশ্রমের মাধ্যমে সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ সংগঠনটি সফলভাবে সামনের দিকে এগিয়ে যাবে মর্মে প্রত্যাশা করছি।
মুহা: মুস্তাফিজুর রহমান
অধ্যক্ষ
বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া।